
রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ী চাপায় ফারুক নামে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় বাস চালক রাজিবকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ বিষয় র্যাব ১০ এর অধিনায়ক ফরিদ আহমেদ সিপিসি-১ যাত্রাবাড়ী র্যাবের কার্য্যালয় এক প্রেস ব্রিফিং করেন।
তিনি সাংবাদিকদের বলেন,গত (২৯ সেপ্টেম্বর) নিহত মোঃ ফারুক নিজ বাসা থেকে ব্যবসায়ীক কাজে মতিঝিলের উদ্দ্যশে রওনা দেন। রাস্তা পারাপারের জন্য যাত্রাবাড়ীর মাতুয়াইল মহাসড়কে অপেক্ষা করেন।
এসময় বেপরোয়া গতিতে আসা বিলাস পরিবহনটি পথচারী ফারুককে সজোরে ধাক্কা দিয়ে গাড়ী ফেলে চালক পালিয়ে যায়।
বাসের ধাক্কায় ফারুকের কোমর হতে পা পর্যন্ত ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত মোঃ ফারুক(৩৪) লক্ষীপুর রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। সে স্বপরিবারে রাজধানী যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় বসবাস করত।
খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ফারুকের মরাদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এবং ঘাতক বাসটিকে জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
পরে নিহতের পরিবার বাদী হয়ে গাড়ী চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১৬।
উক্ত ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব (৪ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গাড়ী চালক রাজিব চঁন্দ্র সরকার (২৫)কে গ্রেফতার করে।
তিনি আরো বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রাজিব উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন।