
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুরে অপারেশন “ডেভিল হান্ট”র অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭জন নেতা কর্মীদের আটক করেছে পুলিশ।
শুক্রবার -১৪ ফেব্রুয়ারি- মধ্যরাত থেকে ভোর অবধি বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এর মধ্যে মুজিবনগর থানার মামলা নং-১, তারিখ-৬-৯-২৪; ধারা-১৪৩-৩২৩-৩২৪-৩২৬-৩০৭-৩৪১-৩৮৫-৩৮৬-৩৮৭-৫০৬-১১৪-৩৪ পেনাল কোডের তদন্তে প্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামী মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আরজ আলী -৫০- শিবপুর গ্রামের শরিয়ত শেখ এর ছেলে, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন -৪৮- সোনাপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ -৩১- মহাজনপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলেকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
একই অভিযানে মুজিবনগর কমপ্লেক্স থেকে আটক করা হয় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আরিফুল এনাম বকুল -৫৫- কে।
এদিকে গাংনী থানায় আওয়ামী লীগ কর্মী ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামের পলাতক আসামী জাফিরুল ইসলাম -৩৫- ও কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আসিম উদ্দীন ও সাগর -৪৫- কে আটক করা হয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল শুক্রবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।