মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি পবিত্র মিলাদুন্নবী ( সা:) উপলক্ষে ইসলামে শান্তি. সৌহার্দ্য.বিশ্বভ্রাতৃত্ব. মানবাধিকার ও নারীর মর্যাদা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার -১৬ সেপ্টেম্বর- সকালে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রায়হান এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের বক্তব্য রাখেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজা- মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার- বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম- সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের, সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল করিম- সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম আলামগীর।
প্রধান শিক্ষক তার বক্তব্যে ছাত্রছাত্রীদের হযরত মোহাম্মদ (সা:) সুন্নত ও মোহাম্মদ (সা:) এর জীবন আদর্শ মেনে চলার আহবান জানান।
উপস্থিত ছিলেন- মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার সিনিয়র সহকারী শিক্ষিকা নাহিদা আক্তার- সহকারী শিক্ষক সপন নাথ- সহকারী শিক্ষক মোঃ একরামুল হক- সহকারী শিক্ষক মোঃ আমিনুল হক- সহকারী শিক্ষক সহকারী শিক্ষক মোঃ কলিমুল্লাহ রাকিব- সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম- সহকারী শিক্ষক মোঃ আবু তৈয়ব- অফিস সহায়ক মোঃ আব্দুর রহিম ও মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের ছাত্রছাত্রী।