
ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অভ্যন্তরিন আমন ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১২-৩০ মিনিটে নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার অরুণ কৃঞ্চ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো.দিলোয়ার হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম – সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল- নান্দাইল মডেল প্রেসক্লাবের সহ সভাপতি হান্নান আল আজাদ- সাংবাদিক রবিউল আলম ফরাজী- সাংবাদিক মোঃ আবদুল কাইয়ুম-
মো.খাইরুল ইসলাম- ফরিদ মিয়া সহ প্রমুখ।খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন- চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১৩৬৬ মেট্রিক টন ধান। ৪৭ টাকা কেজি দরে ১৫৬৭ মেট্রিক টন সিদ্দ চাউল ও ৪৬ টাকা কেজি দরে ৩৩১মে.টন আতব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীণ এই ধান ও চাল সংগ্রহ চলবে। এই কার্যক্রমের চুক্তি সম্পন্ন করা ৭ জন মিলার উপস্থিত ছিলেন।