
মোঃ ওমর ফারুক, ভোলা।
ভোলা – লাহারহাট নৌ-রুটে চলাচল করা কৃষ্ণচূড়া নামক ফেরি থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে তেঁতুলিয়া নদীতে পড়ে মো. আমিরুল ইসলাম (২৫) নামের এক ফরী লস্কর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর ভোলা ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।
১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আমিরুল ইসলাম কৃষ্ণচূড়া ফেরির লস্কর, তাঁর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।
ভেদুরিয়া ফেরিঘাট বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন) উচ্চ মান সহকারী মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটে কৃষ্ণচূড়া ফেরিতে যানবাহন লোড করে লাহার হাট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ফেরির গা ঘেষে পানিতে একটি মরা ইলিশ মাছ ভেসে যেতে দেখে লস্কর আমিরুল ওই ইলিশ মাছটি এক হাত দিয়ে ধরতে গিয়ে পা পিছলে নদীর মধ্যে পড়ে যায় এবং মহুর্তের মধ্যেই সে ফেরির নীচে তলিয়ে যায়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করতে ফেরিতে থাকা অন্যান্য স্টাফরা এগিয়ে আসতেই আমিরুল পানিতে তলিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (২: ৪০ মিনিট) আমিরুল ইসলাম এখনো নিখোঁজ রয়েছেন।
ভোলা ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মো. রিপন হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে ভোলায় ডুবুরির কোনো টিম না থাকায় বরিশাল থেকে ডুবুরিদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবেন বলেও এ কর্মকর্তা জানিয়েছেন।