মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃহত্তর হাটাবো বৈষম্য বিরোধী ছাত্র ও পেশাজীবি পরিষদের পক্ষ থেকে র্যালি ও শোকসভা শেষে মোনাজাত করা হয়েছে ।
শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো বাজার হতে কালাদি স্ট্যান্ড প্রদক্ষিণ করে
র্যালি শেষে এ দোয়া ও মোনাজাত করা হয়। ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: সেলিম মিয়ার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন প্রত্যক্ষভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ কারী ঢাকা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মিনহাজুল হক মৌমিত তাছাড়া সভায় আরো বক্তব্য রাখেন ফারুক মাস্টার -আনিসুর রহমান- মো: রাজু জুয়েল- সারোয়ার -মাহাবুবুর রহমান শাকিল- বদরুল হাসান -প্রভাষক নাদিম বক্তব্যে বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সমাজের অন্যায় ও বৈষম্য দূরীকরণে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন l আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোআ করা হয় l
এসময় শতাদিক ছাত্র- এলাকার মুরুব্বীয়ান ছাড়াও উপস্থিত ছিলেন-
মমিনুল মাস্টার- অধ্যক্ষ নাজমুল- আলমগীর -ফরিদুল মিঠু -জাকারিয়া রোমান -আতিক -ইব্রাহিম- স্বপন -রিফাত- তায়েফ- আসাদ -শাহরিয়া- রোহান -তানভীর -শাহআলম – ইমরান প্রমুখ।