শাহিন ফকির।।
গণপূর্ত বিভাগ পিরোজপুর এর আয়োজনে ও নির্বাহী প্রকৌশলী মোঃখায়রুজ্জামান এর তত্ত্বাবধানে ১৩ নভেম্বর বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ফুটবল ম্যাচে কচা একাদশ বনাম বলেশ্বর একাদশ নামে দুটি দল অংশগ্রহণ করে।কচা একাদশ দলের নেতৃত্ব দেন গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান ও বলেশ্বর দলের নেতৃত্ব দেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ সৈকত।৪.৩০ মিনিটে শুরু হয়ে পুরো ৯০ মিনিটে উক্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ০-০ গোলে ম্যাচ ড্র হয়।কিন্তু গণপূর্ত বিভাগ পিরোজপুর এর নির্বাহী প্রকৌশলীর বুদ্ধিমত্তায় কাউকে না হারানোর জন্য উক্ত ম্যাচটি ট্রাইবেকার না দিয়ে রেফারি মিজানুর রহমান ম্যাচটি ড্র ঘোষণা করেন।
উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম এন্ড অপারেশন-মোঃ মুকিত হাসান খাঁন-আরো উপস্থিত ছিলেন-গণপূর্ত উপ -বিভাগের উপ-সহকারী প্রকৌশলী -সিভিল-মোঃ নুরুজ্জামান বিশ্বাস- অনিরুদ্ধ মন্ডল-মোঃরাইসুল ইসলাম-ই-এম-পাপন কর্মকার-স্টিমেটার- পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারন সম্পাদক ও শ্রমিক নেতা আলিফ মাহমুদ রাজিব-পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাদিম শেখ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার-জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সোহেল প্রমুখ।
অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম এন্ড অপারেশন্স- বলেন-আজকে কচা এবং বলেশ্বর এই দুই টিমের মধ্যে দারুন একটি ফুটবল ম্যাচ উপভোগ করলাম,এরকম আয়োজনের জন্য পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী কে ধন্যবাদ জানাই,এবং উক্ত খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।আমি আশা করি শীতকালে এ ধরনের খেলাধুলার কার্যক্রম অব্যাহত থাকবে।
পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন,গত ০৫ ই আগস্ট এর পরে জনমনের শান্তি ফিরিয়ে আনতে আমাদের এই আয়োজন। আমি আজকে অত্যন্ত আনন্দিত গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, ঠিকাদার,ছাত্র ভাইয়েরা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছে।আমি চেষ্টা করব ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য।তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত আয়োজনের সমাপ্তি ঘোষনা করেন।
উল্লেখ্য উক্ত খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়ারকে সৌজন্যমূলক পুরস্কার প্রদান করা হয়।