পাবনা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের ঘর থেকে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
বুধবার -১০ জুলাই- ভোর রাতে পাবনার সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুর র্যাবে কর্মরত রয়েছেন। এএসপি -বেড়া- সার্কেল আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে- বুধবার ভোর রাতে ১০- ১২ জনের একদল ডাকাত গোপিনাথপুরে এএসপি আবুল কালাম আজাদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালামের ঘরের বারান্দার গ্রিল কেটে দুটি শয়নকক্ষের দরজা ধাক্কায় ও ডাকাডাকি করে।
এ সময় শয়নকক্ষে অবস্থানরত লোকজন দরজা খুলে দেয়ামাত্রই ডাকাতদল অস্ত্রের মুখে ব্যবসায়ী আব্দুল সালাম, তার স্ত্রী জোসনা খাতুন- ছেলের বউ হাসিনা খাতুনকে বেঁধে ফেলে।
এ সময় এএসপির ভাতিজা জুয়েল বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং তাকেও বেঁধে রেখে আলমারীর তালা ভেঙ্গে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
এসময় তাদের ডাকচিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসে। আহত জুয়েলকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।