
পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরের চলনবিল অংশে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চলনবিলের নিমাইচড়া ইউনিয়নের বওশা, ছাওয়ালদহ, সমাজ বাজার পর্যন্ত মৎস্য সুরক্ষা
ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে বিলপাড়ে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মো. খলিলুর রহমান, আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান,পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।