এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় ভ্রাম্যমান আদালত বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীনের নেতৃত্বে সোমবার -১৪ অক্টোবর- দুপুরে উপজেলার আগড়ঘাটা বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিপনন ও মূল্য তালিকা না থাকায় ভোক্তাদের স্বাস্থ্যহানি ঘটানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮- ৫১ ও ৫৩ ধারায় মিষ্টির দোকান মালিক মিনাজ মালীকে ২ হাজার- মিজানুর রহমান মালীকে ৩ হাজার- আয়ুব মালীকে ৫ হাজার ও সোহরাব মালীকে ১ হাজারসহ সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
এসময় আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও সেনেট্যারী কর্মকর্তা উদয় কুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পেশকার ইব্রাহিম- হিরম্ময় ব্যানার্জী- সুমন ঘোষ ও আনসার সদস্যরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন- ভোক্তা অধিকার সুরক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।