এম জালাল উদ্দী- পাইকগাছা।।
পাইকগাছায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন মৎস্যজীবীদল কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা সদস্য মোড়ল শাহাদাৎ হোসেন ডাব্লিউ- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল- সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
চাঁদখালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক এসএম নাজমুল হুদা মিন্টু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আসাদুজ্জামান খোকন- আসাদুজ্জামান ময়না- উপজেলা কৃষকদল সভাপতি মোঃ মেছের আলী সানা- এসএম মোহর আলী -শেখ ইবাদুল ইসলাম- প্রভাষক মনিরুজ্জামান মনি- হুরায়রা বাদশা- জিএম আকিমউদ্দিন -এসএম শামসুজ্জামান- রাসেল হুসাইন- মনিরুল ইসলাম- টিএম মইনুদ্দিন শিমুল- মীর ওবায়দুল্লাহ- আসাদুজ্জামান মামুন- মিজানুর রহমান কিনা- তৈয়বুর রহমান- জাহাঙ্গীর গাজী- শহিদুর রহমান- দীপংকর অধিকারী- আঃ কুদ্দুস গোলদার- কাসেম জোয়ার্দার- মাসুম হাজরা- জুলফিকার জুলু -হাতেম সরদার- শেখ আমিন উদ্দিন- আঃ সামাদ- আঃ রহিম -শহিদুল ইসলাম- আল মামুন -মোঃ সালেক- আঃ হান্নান- আঃ কুদ্দুস- আবু সুফিয়ান- সেলিম গাইন- লুৎফার সরদার -সাঈদ মুরাদ হোসেন- মিজান- শেখইলিয়াস- খালিদ হোসেন আহসান- কামরুল প্রমুখ।