পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী। ২০০৬ সালের পর এবারই দ্বিতীয়বারের মতো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হলো।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে রবিবার(৩০ শে এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শর্ত অনুযায়ী, প্রফেসর মোহাম্মদ আলী কোষাধ্যক্ষ পদে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ- সুবিধা ভোগ করবেন।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে প্রফেসর মোহাম্মদ আলী উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য, প্রক্টর, শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক, নীল দলের সাধারণ সম্পাদক, বিভিন্ন হল প্রোভোস্টসহ কয়েকটি অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী বলেন,আমি স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী আপাদমস্তক একজন আওয়ামীপন্থী মানুষ। আমি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই।আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা -কর্মচারী সকলের সহযোগিতা কামনা করছি যেন আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।