
সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
ঈদ শুভেচ্ছা বিনিময়ে পটিয়ায় দক্ষিণ জেলা নেতৃবৃন্দের বাড়িতে যেন নির্বাচনী আমেজে রূপ নেয়। ঈদের সকাল থেকে পটিয়ার জেলা নেতৃবৃন্দের বাসায় ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে বিভিন্ন দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের ভিড় জমে।
ঈদের কয়েকদিন আগে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক থেকে শুরু করে উপজেলার বিভিন্ন অলিগলিতে জেলা নেতৃবৃন্দের ছবি সম্বলিত ঈদ শুভেচ্ছার পোস্টার ব্যানারে পুরো এলাকায় যেন নির্বাচনী আমেজের সৃষ্টি হয়। এসময় অনেক নেতাকর্মী প্রিয় নেতাদের অভিভাবদন জানিয়ে নানা স্লোগান দিতেও দেখা যায়। ঈদের দিন সকাল থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজুল উল্লাহ্, জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, নেছার আহমদসহ বিভিন্ন নেতাকর্মীদের বাসায় নেতাকর্মীদের ভিড় জমে। এসময় নেতৃবৃন্দ আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আহ্বায়ক ইদ্রিস মিয়ার পটিয়ার ছনহরা গ্রামে, এনামুল হক এনামের জিরি ইউনিয়নের কৈয়গ্রামে, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের জঙ্গলখাইন ইউনিয়নের গাজী বাড়িতে, গাজী সিরাজ উল্লাহর বড়লিয়াস্থ গ্রামের বাড়িতে ও বিএনপির নেতা বদরুল খায়ের চৌধুরীর পৌরসভার পাইকপাড়া এবং নেছার আহমদের কুসুমপুরার গ্রামের বাড়িতে ঈদের দিনসহ ঈদ পরবর্তীতে ঈদ শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া বলেন, বিএনপি নেতাকর্মীসহ দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে, স্বাধীনভাবে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি।