অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী জেলা কারাগারে হামলা- অগ্নি সংযোগ- অস্ত্র লুট ও কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা তদন্ত কমিটি কারাগার পরিদর্শন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদ সহ ৬ সদস্যের প্রতিনিধি দল রবিবার কারাগার পরিদর্শন করেন।
তদন্ত কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের যুগ্ন সচিব ফারুক আহম্মেদ বলেন- নরসিংদী জেলা কারাগারে ১৯ জুলাই হামলা- অগ্নি সংযোগ- অস্ত্র লুট ও বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে।
তিনি আরও বলেন- ঘটনার দিন কারাগারে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। প্রয়োজনে তাদের সাথে আমরা আরও কথা বলব। তদন্ত কাজে প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসীর সহযোগিতা করতে হবে।