প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৪, ৮:৫৪ এ.এম
নরসিংদী জেলা কারাগারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পরিদর্শন।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী জেলা কারাগারে হামলা- অগ্নি সংযোগ- অস্ত্র লুট ও কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা তদন্ত কমিটি কারাগার পরিদর্শন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদ সহ ৬ সদস্যের প্রতিনিধি দল রবিবার কারাগার পরিদর্শন করেন।
তদন্ত কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের যুগ্ন সচিব ফারুক আহম্মেদ বলেন- নরসিংদী জেলা কারাগারে ১৯ জুলাই হামলা- অগ্নি সংযোগ- অস্ত্র লুট ও বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে।
তিনি আরও বলেন- ঘটনার দিন কারাগারে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। প্রয়োজনে তাদের সাথে আমরা আরও কথা বলব। তদন্ত কাজে প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসীর সহযোগিতা করতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২