
নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁয় চ্যানেল আইয়ের ২৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী, কেক কাটা এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে গতকাল ১ অক্টোবর শনিবার বেলা ১২টায় নওগাঁ জেলা প্রেসক্লাব থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি ইমরুল কায়েশ-এর সভাপতিত্বে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল হক, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান ও আবৃত্তি পরিষদের সভাপতি বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার ময়নুল হক দুলদুল।
এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. শেখ আনোয়ার হোসেন, মোঃ নবির উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, সহ-সভাপতি এ এস এম রাইহান আলম ও সুলতানুল আলম মিলন সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, মোঃ শফিকুল ইসলাম, মীর মোশারফ হোসেন জুয়েল, নাছিমুল হক বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, একুশে পরিষদের সাবেক সাধারন সম্পাদক এম এম রাসেল বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথি ও সাংবাদিকবৃন্দ চ্যানেল আইয়ের জন্মদিনের কেক কাটেন