দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের দঃ নাজিরের ঘেরের বাসিন্দা মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন ঢালীর ২য় স্ত্রী মাজিদা বেগম -৪০- নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে রাতের আধারে বাড়ি থেকে পালিয়েছে বলে জানা গেছে।
জানা যায়- মমিন উদ্দিন ঢালীর প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকে অসুস্থ্য হয়ে পড়েন। নিজের পরিচর্যার জন্য তিনি ২য় বিবাহ করেন। চলিত বছরের২২ এপ্রিল ২০২৪ তারিখে সাতক্ষীরা সদরের পশ্চিম ইটাগাছা গ্রামের
মৃঃ জিয়াদ আলীর মেয়ে মাজিদা বেগমকে বিবাহ করেন। গত ১০ অক্টোবর মমিন উদ্দিন ঢালী নাতিনের -মেয়ের মেয়ে- অসুস্থতায় তাকে দেখতে যান এবং রাতে বাড়ি ফিরবেন না বলে জানান।
ভূক্তভুগি মমিন উদ্দিন জানান- গত ১১ অক্টোবর সকালে বাড়ির অন্য সদস্যরা তাকে খুঁজে না পাওয়ার কথা আমাকে জানায়। আমি তাৎক্ষনিক বিভিন্ন মাধ্যমে ও নিজে অনেক খোঁজা খুজি করি। তাকে না পেয়ে আমি বাড়িতে এসে দেখি ঘরের শোকেজ ও বাক্সের তালা ভাঙা এবং তাতে আমার রাখা নগদ ৯০,০০০/=-নব্বই হাজার- টাকা- একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল যার বর্তমান বাজার মূল্য ৭৪ হাজার টাকা নিয়ে কাওকে না বলে চলে গেছে। এ বিষয়ে আমি থানার জানিয়েছি। তারা তদন্ত করে কেস রেকর্ড ভূক্ত করবেন বলে জানিয়েছেন। উপজেলার তদন্ত অফিসার এস. আই গিয়াসউদ্দিন জানান- এ ঘটনার থানায় একটি অভিযোগ করা হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।