পলাশ সাহা
দুর্গাপুর- নেত্রকোণা-প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে সাম্প্রতিক পাহাড়ি ঢলে বিভিন্ন গ্রামের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যাকবলিত এলাকার এক হাজার দরিদ্র পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। এই খাদ্য সহায়তায় মানুষকে চাল- আলু- পিঁয়াজ- ডাল- তেল- দুধ- লবণ সহ বিভিন্ন পণ্য দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়৷ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রেজওয়ানুর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় এই মহতি উদ্যোগের জন্য তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানান।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার জরুরি খাদ্য সহায়তা পেয়ে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা স্বস্তি প্রকাশ করেছেন।
বন্যাদুর্গত দরিদ্র মানুষকে সহায়তা প্রদান করায় দুর্গাপুরের স্থানীয় নাগরিকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে পেরে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার মো: রেজাউল করিম আনন্দ প্রকাশ করে বলেছেন ভবিষ্যতে তারা মানুষের কল্যাণে সবসময়ের মতোই নিবেদিতভাবে পাশে থাকবেন।
দুর্গাপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন সমাজে এমন মহতি উদ্যোগ আরো বেশি বেশি হওয়া প্রয়োজন।