তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে উপজেলা জামায়াতের নব নির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর ডাঃ হুমায়ুন কবির সড়কের পাশে অবস্থিত বিমিল্লাহ্ কমিউনিটি সেন্টারে জেলা কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।
তিতাস উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোহাম্মদ ছালাহ উদ্দিন সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার,কুমিল্লা জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ- মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।