
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির আয়োজনে গত শনিবার বিকেলে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, কুমিল্লা উওর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হোমনা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এটি এম মন্জুরুল ইসলাম শামিম,তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, উপজেলা যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সি,হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরী,পৌর যুব সংহতির সভাপতি সরকার মুকুল মাহমুদ,তিতাস উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক নাজির মোল্লা,উত্তর জেলা জাতীয় পাটির সদস্য,হারুনূর রশিদ,মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন ঈমন,কড়িকান্দি সদর ইউনিয়ন জাতীয় পাটির
সভাপতি শাহজালাল রিপন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা পাটির সভানেত্রীইয়াসমিন আক্তার, উপজেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি হেলাল উদ্দিন,উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম- আহবায়ক রাকিবুল হাসান আবু সাঈদসহ জাতীয় পাটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।