তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের কৃতিসন্তান ও বিশিষ্ট সমাজ সেবক রবিউল শিকদার জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে তিতাসে বিশাল এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির বর্ণাঢ্য আয়োজনে উপজেলার মৌটুপী সিকদার রোডে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এসময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মো.জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম- মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো.ইফতেকার আহসান, যুব বিষয়ক সম্পাদক মনজুরুল হক মনজু, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রেজাউল করিম সিকদার, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, কেন্দ্রীয় সদস্য শরিফুল ইসলাম, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন প্রমূখ।হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরী ও তিতাস উপজেলার জাতীয় যুবসংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সির যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা জাতীয় পার্টি সভাপতি এ.টি.এম মঞ্জরুল ইসলাম শামীম, তিতাস উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন,
কুমিল্লা উত্তর জেলা ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক রাকিবুল হাসান আবু সাইদ, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি ইমাম হোসেন, কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি শাহজালাল রিপন, জয়পুর ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক আহমেদ বীন শরীফ, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মুন্সি, কড়িকান্দি ইউনিয়ন যুব সংহতির সভাপতি আবু হানিফ মিয়া, মজিদপুর যুবসংহতি সভাপতি ইকবাল হোসেনসহ জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।