তৌহিদ বেলাল,
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
তার নিকট থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র্যাবের একটি দল বুধবার (৫ এপ্রিল) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মাঝেরপাড়া থেকে নুরুল ইসলাম নামের এই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নুরুল ইসলাম (১৯) হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝেরপাড়ার জামাল মোস্তফার পুত্র।
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প জানায়, গ্রেপ্তার নুরুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও তার নিকট থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ওই মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়েরে লিখিত এজাহার দেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।