
মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখীপুরে শত্রুতার জের ধরে শাপলা পাড়া গ্রামের কৃষক বিল্লাল হোসেনের আবাদি সরিষা ক্ষেত মাড়িয়ে ফসল নষ্ট করে দিয়েছে ছোট ভাই দেলোয়ারসহ তার পরিবার।
২৬ জানুয়ারী -রবিবার- রাতের আঁধারে উপজেলার নবগঠিত বড়চওনা ইউনিয়নের শাপলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষক বিল্লাল হোসেন-৬০-একজন কিডনি রোগী- বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত তিনি।
এ সত্ত্বেও খুব কষ্ট করে জমিতে মজুর দিয়ে বিভিন্ন মৌসুমী ফসল উৎপাদন করে একমাত্র স্ত্রী শাহেদা বেগমকে নিয়ে মানবতর জীবন যাপন করছেন কৃষক বিল্লাল হোসেন।
এদিকে জমি সংক্রান্ত বিরোধ থাকায়,ছোট ভাই দেলোয়ার -৫১-পিতা মৃত জুমুর আলী- স্ত্রী সাজেদা বেগম -৪১-ও তার বড় ছেলে রাসেল-২৪-মেজ ছেলে আল আমিন-১৯- মিলে বিভিন্ন সময় নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ মামলা হামলা করে হয়রানি করে যাচ্ছেন বলে জানাযায়।
ভুক্তভোগী কৃষক বিল্লাল হোসেন ও তার স্ত্রী শাহেদা বেগম জানান- বিষয় টি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে জানিয়েও কোন সমাধান পাচ্ছেন না- বরং ছোট ভাই দেলোয়ার হোসেন প্রভাবশালী হওয়ায় উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে জানান।
এছাড়াও কয়েক বছর আগে- কৃষক বিল্লাল হোসেনকে তার বাড়ি এসে মারধর করা একটি মামলায় দেলোয়ার হোসেন-২দিন- ও তার মেজ ছেলে রাসেল -৪০দিন-জেল খেটে জামিনে মুক্তি পায়, পরে স্থানীয় নেতৃবৃন্দ মিলে সেই মামলার মিমাংসা করা হয়।
ধারণা করা হচ্ছে, সেই পুরনো শত্রুতার জের ধরেই ছোট ভাই দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন রাতের আঁধারে কৃষক বিল্লাল হোসেনের ফসলি জমি মাড়িয়ে দিয়েছেন।
এবিষয়ে কৃষক বিল্লাল হোসেন স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে,দোষীদের বিচারের দাবি জানান তিনি।
তবে তাঁর দুই ছেলে চাকরির সুবাদে বাড়ি না থাকায় এখনও কোন আইনের আশ্রয় নেয়নি বলে জানান কৃষক বিল্লাল হোসেন।