
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চানপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন ও জামালগঞ্জে অফিসার্স ক্লাব ও জামালগঞ্জে কাচা বাজার মার্কেট ও চানপুর বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয় শুভ উদ্ধোধন করেন, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সোমবার সকাল ১০ টায় উপজেলার সদর কাচা বাজারে শুভ উদ্ধোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল সহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বঙ্গ বন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনা হাওরের প্রতি আন্তরিক। তিনি হাওরের সাধারণ মানুষকে ভালবাসে। তিনি রাস্তা ঘাট, ব্রীজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অবকাঠামো সহ উন্নয়ন করছেন। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার আজ ৪৩ তম দলীয় কার্যালয় শুভ উদ্ধোধন করা হয়েছে। আমার নিজস্ব অর্থায়নে এসকল দলীয় কার্যালয় স্থাপন করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার