মামুন মিঞা
সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক মুদি ব্যবসায়- ভাই-ভাই- এর হাতে নিহতের ঘটনা ঘটে ।
নিহত আমিনুল ইসলাম বাচ্চু -৩৫- পিতা মোজাহার শেখ গাজিরটেক ইউনিয়নে,সাকিনঃ-চরওযুদ্যা- পোঃচরঅযোদ্বা- থানা- উপজেলা চরভদ্রাসন- জেলাঃফরিদপুর।
বুধবার সকাল আটটার দিকে ছাহের মোল্যার বাজারে এ ঘটানা ঘটে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গফ্ফার
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- আজ সকালে চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধে মারামারির ঘটনা ঘটে।শুধু চাচাতো ভাই-ই-নয় পাশাপাশি স্ত্রীর আপন ভাই।
এই ঘটনায় আহত আমিনুল ইসলাম- বাচ্চু- কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহতের খালাতো ভাই আসিফ কবির জানান- নিহত বাচ্চুর সাথে চাচাতো ভাই আজিজ মুন্সি-৩৫-ও আকবর মুন্সির-৩০- সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ ছিল।
তারই জেরে আজিজ মুন্সির নেতৃত্বে কয়েকজন আজ সকাল ৮.৩০টার দিকে গাজীরটেক ইউনিয়নের ছাহের মোল্লার বাজারে আসে এবং বাচ্চুর সাথে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে বাচ্চুকে মারধর করে হাতে থাকা চাকু দিয়ে আঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক থাকায় ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। বাচ্চুকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।