পলাশ সাহা
দুর্গাপুর- নেত্রকোণা- প্রতিনিধ।।
নেত্রকোণার দুর্গাপুরে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সোমেশ্বরী নদীর চৈতাটি ফেরিঘাটে নির্মিত হচ্ছে কাঠের ব্রীজ। মঙ্গলবার দুপুরে এই ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল হক মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরিশিরি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার বাদশা। এই আয়োজনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল আওয়াল- সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ- দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার- উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রিপন- পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইমাম হাসান আবুচান তার বক্তব্যে বলেন,ব্যারিস্টার কায়সার কামাল সবসময়ই সাধারণ মানুষের জন্য নিবেদিত এক প্রাণ। তিনি মানুষের যে কোন সমস্যার কথা শুনলে সবার আগে এগিয়ে আসেন। সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।
আলোচনাকালে অন্যান্য বক্তারা বলেন,দুর্গাপুরের সাধারণ মানুষের চলাচলের কষ্টের কথা জানতে পেরে ব্যারিস্টার কায়সার কামাল নিজ অর্থায়নে এই ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। ব্রীজ নির্মাণ কাজ শেষ হলে জনসাধারণের কষ্ট লাঘব হবে। সম্পূর্ণ ফ্রিতে জনগণ এই ব্রীজে চলাচল করতে পারবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন- এতোদিন নৌকা দিয়ে নদী পার হতে হতো। এজন্য পয়সা খরচ হতো। তাছাড়া সময় বেশি লাগতো। নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করায় দুর্ভোগের শেষ ছিলোনা। বিভিন্ন সময়ে দূর্ঘটনাও ঘটতো। এই ব্রীজ নির্মাণের ফলে মানুষের চলাচলে সুবিধা হবে এবং সবার কষ্ট দূর হবে।