
মো: আলমগীর হোসেন।।
মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি: চাঁদপুর সদর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ -ওসি- হিসেবে পদায়ন পেয়েছেন মো: আলমগীর হোসেন।
২৯ আগস্ট চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম- পিপিএম -বার- স্বাক্ষরিত এক অফিস আদেশে মো: আলমগীর হোসেনকে চাঁদপুর সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
এর আগে তিনি মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর সদর মডেল থানার বিদায়ী ওসি শেখ মুহসীন আলমের স্থলে তাকে পদায়ন করা হয়।
জানা গেছে- চাঁদপুর সদর মডেল থানার নবাগত ওসি মো: আলমগীর হোসেন দুএকদিনের মধ্যে চাঁদপুর মডেল থানায় যোগদান করবেন।
আরো জানা গেছে- নবাগত অফিসার ইনচার্জ -ওসি- মো: আলমগীর হোসেন ইতিপৃর্বে হাজীগঞ্জ থানায় ওসি হিসেবে অত্যন্ত সুনামের সহিত চাকুরী করেছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। একজন দক্ষ পুলিশ অফিসার তার সর্বত্র সুনাম রয়েছে।