মোঃ মিন্টু মিয়া
বিশেষ প্রতিনিধি।।
গাজীপুর কালীগঞ্জে ৩ সহকারী শিক্ষক ও ৩ কর্মচারী পদ থেকে পদত্যাগের দাবিতে মাদ্রাসায় বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বুধবার ২১শে আগস্ট সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর দিঘির পাড় সংলগ্ন জামিউল উলুম আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক সালাউদ্দিন আহমেদ কানিজ ফাতেমা ও মুজিবুর রহমান এবং ৩ কর্মচারী কাম কম্পিউটার সাদিকুর রহমান এবং শামীমরানা ও নিরাপত্তা কর্মী খায়রুল হাসানের পদত্যাগের দাবি তোলেন মাদ্রাসার শিক্ষক কর্মচারী সাবেক শিক্ষার্থী অধ্যয়নত শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
তাদের অংশগ্রহণে সকাল থেকে মাদ্রাস প্রাঙ্গণে তারা বিগত আমলে নিয়োগ প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের নিয়োগ ব্যাপক অনিয়ম করে এবং দুর্নীতি ঘুষ লেনদেন সহ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ এনে তাদের পদত্যাগ দাবি করেন।
পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মচারীর ও শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আল মামুন এর নিকট স্মারকলিপি প্রদান করেন। সেখানে সর্বসম্মতিক্রমে আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ছয় জনের পদত্যাগের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
এ বিষয়ে চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ লেনদেন সহ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে ৬ শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে সকালে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীর আন্দোলন শুরু করেন এ সময় অভিযুক্তরা কেউ মাদ্রাসায় উপস্থিত ছিলেন না পরে তারা আমার নিকট এটি স্মারকলিপি প্রদান করেন। আগামীকাল মাদ্রাসায় সভা আহবান করছি সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।