উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া শ্রী শ্রী করুনাময়ী মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মানবতার কল্যানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতি বছর এ কীর্তন অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। ১২ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৬ নভেম্বর শনিবার এ অনুষ্টান শেষ হবে।
হিন্দুধর্মের মানুষ বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র বা ভগবান কৃষ্ণ মন্ত্র ১৬ টি শব্দের যোগ ব্যক্তি মনে শান্তি প্রশান্তি এনে দেয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের ঐশ্বরিক শান্তি সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। যা আমাদের অবাঞ্চিত উদ্বেগজনক চিন্তার পরিবর্তে ইতিবাচক দিকে মনোনিবেশ করার সম্ভাবনা করে দেয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে মুক্তির পথ পাওয়া যায়। আত্মাকে অতীত কর্ম থেকে শৃংখল থেকে মুক্ত করা যায়। হরে কৃষ্ণ মন্ত্র একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা মানুষের আত্মা উপলব্ধি ও আধ্যাত্মিক জ্ঞানের পথে পরিচালনা করে। হরে কৃষ্ণ নাম মনের শান্তি- আনন্দ- ঐশ্বরিক প্রেমে একমাত্র আলোর পথ হরে কৃষ্ণ নাম কীর্তন।
মাষ্টার দীপেন চন্দ্র বর্মন জানান ২২ বৎসর যাবত মহানাম কীর্তন অনুষ্ঠান গ্রাম বাসী সহ সকলের সহযোগীতায় অনুষ্ঠান হয়ে আসছে।