মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া চার শিক্ষার্থী একটি আগ্নেয়াস্ত্র -শটগান- উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। উদ্ধার করা অস্ত্রটি পুলিশের বলে ধারণা করা হচ্ছে। সোমবার- ১২ আগস্ট- টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে আগ্নেয়াস্ত্রটি জমা দেন শিক্ষার্থীরা।
জানা যায়- গত রোববার সন্ধ্যায় টঙ্গী রেলব্রিজ এলাকা থেকে কয়েকজন মাদকসেবীর কাছে একটি অস্ত্র থাকার কথা গোপন সূত্রে সংবাদ পেয়ে আমজাদ হোসেন -২৮- আশফাক ইসলাম অন্তর -১৮- জুনায়েদ খান রাজি -১৮- ও শাকিল আহমেদ -২৮- সহ কয়েকজন শিক্ষার্থী সেখানে যান ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন।
শিক্ষার্থী আমজাদ হোসেন জানান -বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরকার পতনের পর বিক্ষোভকারীরা থানায় হামলা করে ওই অস্ত্রটি ছিনিয়ে নিয়েছিল। রোববার অস্ত্রটি উদ্ধার করে সোমবার দুপুরে থানায় জমা দিয়েছি। আমাদের ধারণা অস্ত্রটি উত্তরা পূর্ব থানা পুলিশের। উদ্ধার হওয়া অস্ত্রটি শটগান। তবে আমরা কোনো গুলি উদ্ধার করতে পারিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- ছাত্ররা একটি শটগান উদ্ধার করে জমা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের বলে ধারণা করা হচ্ছে।