মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে চাকরি স্থায়ী করণ, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লি: এর শ্রমিকরা। উপজেলার সফিপুর দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বুধবার সকালে ২১ দফা দাবিতে কর্ম বিরতি দিয়ে কারখানার ভিতর বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে আন্দোলনকারীরা কারখানা থেকে বাহিরে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় । যানজটের কারণে যানবাহনের সাধারণ যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। একপর্যায়ে প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে শ্রমিকরা চলে গেলে টানা দুই ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবিগুলো পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল পান নাই। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায় নাই। তবে সেনাবাহিনী- শিল্প পুলিশ প্রশাসনের উদ্যোগে আলোচনা শুরু করার জন্য মহাসড়ক থেকে আন্দোলনকারীদের কারখানার ভিতরে নিয়ে যায়।আইনপ্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে চলে গেলে টানা দুই ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের যৌক্তিক দাবী গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সুষ্ঠুভাবে কর্মবিরতি চালি যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা । যা কারখানার উৎপাদন কার্যক্রমে চরম ব্যাঘাত সৃষ্টি করবে বলে কারখানা সূত্রে জানা যায়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো: দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে করে বলেন- প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে শ্রমিরা চলে গেলে টানা দুই ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।