
মো. ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ খ্রিঃ- উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য -” Our Rights,Our Future,Right Now -আমাদের ভবিষ্যৎ- আমাদের অধিকার- ।
বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর লতিফপুর বাসস্ট্যান্ড হয়ে সংস্থার কার্যালয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ মানবাধিকার কর্মী সাংবাদিক বৃন্দ সমাজকর্মী শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহন করেন।
সংস্থার কার্যালয়ে ও সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- অনুষ্ঠানে প্রধান অতিথি কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন- সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম অভি- কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম- সংস্থার সহ-সভাপতি মো.ইউনুস আলী- সাংবাদিক মো.দেলোয়ার হোসেন- ডাঃ আমিনুল ইসলাম- মীর মো.সোহেল রানা- মানবাধিকার কর্মী শেখ মনিরুজ্জামান- সালমা আক্তার প্রমুখ।