
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা যুবকের মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এর আগে বিচারের দাবিতে ওই যুবকের মরদেহ নিয়ে থানায় যান বাবা। রোববার রাত ৮টায় উপজেলার মাওনা গ্রামের মাওনা-ধনুয়া আঞ্চলিক সড়কে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এতে দীর্ঘ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহত রানা উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্তরা হলো-কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আঃ করিমের ছেলে শিপন (২৫) ও আকাশ (২২),আবুল কাসেমের ছেলে ইমন (২৬) ও উজ্জ্বল (২৫) সহ তাদের সহযোগীরা।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ঘাতকরা। পরে শিপনের ভাঙারি দোকানের সামনের রাস্তায় ফেলে রাতভর পৈশাচিক নির্যাতন চালায় তার ওপর। পরদিন সকাল ৬টার দিকে রানার বাবা-মা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করতে চাইলে শিপনের তাদেরও মারধর করা হয়। এসময় রানার মায়ের চুল টেনে ছিঁড়ে ফেলে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিক সাদা কাগজে টিপসই নেয় তারা। রানাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান
, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।