মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে আইসক্রিমের বাক্সের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে র্যাব-১। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটককৃকরা হলেন, মো.তাসলিম ভূঁইয়া(৩৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের মো. জাকির ভূঁইয়ার পুত্র, মো.ধনু মিয়া (৬৭) একই থানার কল্যাণপুর গ্রামের মৃত মোমর উদ্দিনের পুত্র, মো. জাকির আহমেদ (২৯) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সাদোরগোলা গ্রামের মো. আজগর আহমদের পুত্র। এদের মধ্যে জাকির পিকআপের চালক।
র্যাব সূত্রে জানাযায় , সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে ময়মনসিংহ থেকে পিকআপ যোগে গাজীপুরের দিকে গাঁজার একটি চালান আসছে। এমন খবরে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গাজীপুর মহানগরীর সদর পোড়াবাড়ী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চেকপোস্ট বসায়। রাত আড়াইটার দিকে সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে পিকআপে তিনটি আইসক্রিমের বাক্সে থাকা ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৭টি মোবাইল সিমসহ নগদ ৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।