
স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতে ৩১ দফা সংস্কার কর্মসুচী বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে বিএনপি’র লিফলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার -২ জানুয়ারি- বিকেলের দিকে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসিরুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
গাংনী পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু ও ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সুলেরী আলভীর সঞ্চালনায় এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লা- জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান- জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান- জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ হেল মারুফ পলাশ- পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু- দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ- সাহারবাটী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আসমা খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন- তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীসহ সকলের কাছে লিফলেট পৌছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন- আওয়ামী লীগ বিগত সময়ে দেশকে শেষ করে দিয়েছে।
দেশের অর্থনীতিসহ ব্যাংক ব্যবস্থা শেষ করে দিয়েছে। তারা এমন অপকর্ম করেছে যে- ৪৫ মিনিটের মধ্যে দলের সকল এমপি- দলের নেতাকর্মী পালিয়ে গেছেন। বিএনপি’র নেতাকর্মীদের তিনি সতর্ক করে দিয়ে বলেন- শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ও বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছেন কিন্তু দেশের জনগণ তাদেরকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে- তাদের কোন স্বপ্ন বাস্তবায়ন হবে না বলে তিনি জানান। তিনি সবশেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ভরসা রেখে সকলের মাঝে ৩১ দফা ঘোষনা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বিগত সময়ে তিনিসহ দলের হাজার হাজার নেতাকর্মীদের মামলা হামলাসহ জেল জুলুমের কথা উল্লেখ করেন। দল ক্ষমতায় এলে সকল অন্যায় অবিচারের বিচার করা হবে বলে তিনি জানান।
সমাবেশ শেষে হাইস্কুল ফুটবল মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। যেটি গাংনী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল বাজার হয়ে আবারও ফিরে আসেন।
এসময় সড়কে চলাচলকারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।