
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি । ৷
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিলবাড়ীয়া এলাকার মৃত শামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৪০)।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় ,
শুক্রবার বিকেলে মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে ফুলবাড়ীয়া টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া সৌরভ গার্ডেনের সামনে পৌছালে বিপরীত দিক হতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখো মুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন নামের ব্যক্তি গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও পরিবারে চলছে শোকের মাতম।
কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু দেলোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।