তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
সাড়ে ৩ কোটি টাকা মূল্যের আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র ্যাব।
র্যাব-১৫ কক্সবাজার’র একটি দল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানের কুহালং এলাকায় এই অভিযান চালায়।
গ্রেপ্তার মাদক কারবারি নেসাউ মারমা (৪০) রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা উপজেলা রায়খালি ইউনিয়নের গংগ্রিছড়া এলাকার মৃত সিংহ প্রু মারমা ও লা সাং প্রু মারমার পুত্র।
র্যাব জানায়, মাদক কারবারি নেসাউ মারমা বান্দরবান থেকে ৩ কেজি ৪০০ গ্রাম আফিম সংগ্রহ করে পূবালী পরিবহনের একটি বাসযোগে রাঙ্গামাটির উদ্দেশে রওয়ানা দেন। বিশেষ সূত্রে খবর পেয়ে র্যাব সদস্যরা কুহালং ইউনিয়নের কেমলংছড়া ব্রিজের নিকট চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক ও তার নিকট থেকে ৩ কেজি ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেন।
উদ্ধার করা আফিমের মূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা হবে বলে জানিয়েছে র্যাব।