
নুর মোহাম্মদ,কক্সবাজার
ইউপি সদস্যসহ ৩ জনকে জাল টাকার নোট নিয়ে আটক করেছে বিজিবি। টেকনাফ কক্সবাজার সড়কের মরিচ্যা চেক পোষ্টে নিয়মিত তল্লাশি কালে তাদের হেফাজতে থাকা ২ লাখ ৪৯ হাজার টাকার জাল নোট উদ্ধার পরবর্তী তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হাসান, মোহাম্মদ শফির ছেলে মো: কাজল -২৪- ও একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে মোঃ এহসানুল হক।
এসময় তাদের ব্যবহার করা একটি অটোরিকশা সিএনজি জব্দ করা হয়। উল্লেখ্য যে এসব জাল টাকা নিয়ে উখিয়া হতে ফিরছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার ১৯ এপ্রিল রাত ১০টার দিকে রামু থানাধীন টেকনাফ কক্সবাজার সড়েকর মরিচ্যা চেক পোষ্টে জাল টাকার নোটসহ আটক করা হয়।
রামু থানা ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ জানান, বিজিবি কর্তৃক রামু মরিচ্যা চেক পোষ্টে তল্লাশি চালিয়ে জাল টাকার নোটসহ তিন জন আসামী ও একটি সিএনজিসহ রামু থানায় হস্তান্তর করেন। আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।