এম আবু হেনা সাগ- ঈদগাঁও।।
অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের ঈদগাঁও নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত। এতে ঈদগাঁও বাজারসহ আশপাশের নিম্মাঞ্চল এলাকা প্লাবিত হয়ে পড়ে। বাজারের বিভিন্ন অলিগলিতে হাঁটুপানিতে নিমজ্জিত। অসংখ্য পরিবার পানিবন্দি, ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার -২২ আগস্ট- সকাল থেকে দক্ষিণ চট্টলার বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়।
জানা যায়- সৃষ্ট বন্যায় ঈদগাঁও বাজারের শাপলা চত্তর- মসজিদ গলি- ঈদগাঁও হাইস্কুল গেইট- চাউল বাজার- হাসপাতাল সড়ক,মাছ বাজার সড়ক,জাগির পাড়া সড়ক ও ডিসি সড়কসহ পুরো বাজার এলাকা হাঁটু পরিমান পানিতে সয়লাভ। কিছু কিছু ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা থাকলেও প্রায় দোকানপাঠ বন্ধ রয়েছে। এমনকি বিভিন্ন দোকানপাঠে পানি ঢুকে মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানা যায়।
অন্যদিকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বসতবাড়ীসহ অধিকাংশ ঘর বাড়ি পানিবন্দি। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ কোমর পানিতে নিমজ্জিত। বন্যা কবলিত হওয়ার কারণে নোটিশ জারীর মাধ্যমে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া,মাছুয়া পাড়া -বাজার পাড়া- ইসলামাবাদের বাঁশঘাটা- চরপাড়া- খোদাইবাড়ী- ঈদগাঁওর কানিয়াছড়া,মাইজ পাড়া,জাগির পাড়া,কালিরছড়া- ভূতিয়ার পাড়া- পালপাড়া,বংকিম বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লার গ্রামীন সড়ক এবং খাল-বিলে পানিতে থৈ থৈ।
এদিকে বৃষ্টিপাতের কারণে বৃহত্তর ঈদগাঁওর নিম্নাঞ্চল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিচু এলাকার বিভিন্ন সড়ক কোথাও হাঁটু আবার কোথাও কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায়। ফলে দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া লোকজন পড়েছেন মারাত্মক ভোগান্তিতে।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী ছৈয়দ করিম জানান, বৃহস্পতিবার সকাল থেকে বন্যার পানিতে ঈদগাঁও বাজারসহ আশপাশ এলাকা প্লাবিত হয়ে পড়ে। দোকানপাট প্রায় বন্ধ।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দিন জানান, কালিরছড়ার বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ভূতিয়ার পাড়া,মাছুয়াখালী এবং বালুরচর পাড়ার পাঁচ শতাধিক পরিবারেরও বেশি ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও এক হাজার একর ফসলী জমির চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়েছে।