খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার সময় বাংলাদেশি এক পাচারকারীসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি-। পরে- তিনজনকে পরিবারের কাছে হস্তান্তর করলেও পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার -২ সেপ্টেম্বর- দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গিরাগাঁও সীমান্ত এলাকার বন্দরপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের টহল দল।
পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ আটকের বিষয়টি সত্যতা স্বীকার করেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া লাখেরাডা হুমটি গ্রামের শ্রী জগেস বর্মনের ছেলে লিটন বর্মন -২০- একই উপজেলার মাগুড়াপাড়া গ্রামের সাগর বর্মনের মেয়ে ঈশিতা রানী -১৮-সাগর বর্মনের আরেক মেয়ে সীমা রানী -২০-। তাদের সাথে আটক করা হয়েছে আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের কালুয়া চন্দ্র বর্মনের ছেলে পাচারকারী শ্রী দেবনাথ বর্মন -৩০-।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার সময় উপজেলার গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪০৬-১১-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্দরপাড়া নামক স্থান থেকে বিজিবি টহল দল এক পাচারকারীসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। সকল প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাতে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবু মুসা মিঞা বলেন- বিজিবি চারজনকে থানায় নিয়ে আসে। পরে বিজিবি ও পুলিশ যৌথ ভাবে পরিবারের সদস্যদের সাথে আলোচনা ও পর্যালোচনা শেষে তিন তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর চেষ্টার কারণে বিজিবি বাদী হয় আটক শ্রী দেবনাথ বর্মনের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধের লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে