পাবনা প্রতিনিধি।।
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপি পাট উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই পাট চাষিদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন অফিসার মামুনুর রশীদ।
বুধবার-৩১ জানুয়ারি-সকালে স্থানীয় পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত পাট উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
এসময় প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার ড. জামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ, জেলা পাট চাষি সমিতির সভাপতি শাহাদাত হোসেন,
উপজেলা পাট চাষি সমিতির সভাপতি আলহাজ খলিলুর রহমান, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা আটঘরিয়ার পারভেজ রানা প্রমুখ।

























