
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার পালন করা হয়েছে।
কালিয়াকৈর আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্হিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক- কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ- কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির- সাধারণ সম্পাদক রাসেল আহমেদ- বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান- সভাপতি শাহাদৎ হোসেন- সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সহ উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে- প্লাটিনাম জয়ন্তী- আওয়ামীলীগ উদযাপন করেছে। আওয়ামীলীগের দীর্ঘ পথচলা গৌরবোজ্জ্বল ইতিহাস। আওয়ামীলীগ বাঙালী জাতির অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতা অর্জন করেছে।
১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামীলীগ নামে যাএা শুরু করলেও অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে কাউন্সিলে – মুসলিম -শব্দটি বাদ দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠিত আওয়ামীলীগ দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাঙালী জাতি পায় একটি নির্দিষ্ট ভূ- খন্ড- লাল সবুজের পতাকা- স্বাধীন দেশ।
আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ। প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল বের করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে আলোচনা সভার আয়োজন করা হয়।