
সাইফুল ইসলাম মানিক নীলফামারী।।
লাভজনক দানাদার ফসল সরিষা। রোপা আমন ধান কর্তন আর ইরি-বোরো চারা রোপনের মাঝখানে পতিত পড়ে থাকা জমিতে সরিষা চাষাবাদে ঝুকে পড়ছে নীলফামারীর কৃষকেরা
মাত্র ৯০দিনে কর্তনযোগ্য এ ফসল আবাদে খরচ হয় কম আর মুনাফা বেশী হওয়ায় দিন দিন বাড়ছে সরিষার আবাদ। পাশাপাশি সরিষার পাতা আর ফুল ঝড়ে পড়ায় জমিতে জৈব সার ও নাইট্রোজেনের পরিমান বেড়ে যায়। এতে জমি হয় উর্বর। পরবর্তী ফসল ইরি-বোরো আবাদে সারেরও প্রয়োজন হয় তুলনামুলক কম।
এবারে নীলফামারী জেলায় উচ্চ ফলনশীল বারী-১৪, ১৫, ১৬, ১৭ বিনা ৪ ও ৯ জাতের ৫হাজার ৫৫৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদন আশা করা হচ্ছে ৭হাজার ২১৫ মেট্রিক টন। ভোক্তা সাধারনের ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষা আবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এজন্য কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণসহ নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে তারা। ফলন ভাল হওয়ায় আশায় বুক বেধেছেন কৃষকেরা
ভোজ্য তেলের চাহিদা মেটাতে লাভজনক ফসল সরিষা আবাদে কৃষক পর্যায়ে কাজ করে যাওয়ার কথা বললেন নীলফামারী কৃষি সম্প্রসারন অধিদফতরের, উপ-পরিচালক কৃষিবিদ আবু বক্কর সিদ্দিক,