
চঞ্চল,
রংপুরে আয়োজিত এক ঐতিহাসিক বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রিয় নেতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অত্যন্ত জোরালো বক্তব্য রেখেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শুক্রবার রাতে অনুষ্ঠিত এই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
বক্তব্যের শুরুতে তিনি চলমান নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন যে, “বর্তমানে হাটে-বাজারে এবং সাধারণ মানুষের মাঝে আলোচনা হচ্ছে কোন দল, কোন ব্যক্তি এবং কোন মার্কাকে ভোট দেওয়া উচিত”। তিনি দৃঢ়তার সাথে জানান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিই হচ্ছে বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান রাজনৈতিক দল। একইসাথে তিনি তারেক রহমানকে বর্তমান সময়ের সবচেয়ে যোগ্যতম নেতা হিসেবে অভিহিত করে বলেন যে “তাঁকে ঘিরেই সারা দেশের মানুষ এখন উজ্জীবিত”।
নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, “নৌকা এখন বাতিল হয়ে গেছে এবং লাঙলের প্রয়োজনীয়তাও শেষ”। ধানের শীষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তিনি বলেন, “মানুষের আহারের চাহিদা যেহেতু কেয়ামত পর্যন্ত থাকবে, তাই ধানের শীষও চিরকাল মানুষের প্রয়োজনে থাকবে”। বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তিনি তিস্তা নদীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত রংপুর অঞ্চলের মানুষের বঞ্চনার কথা তুলে ধরেন এবং সরাসরি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি মনে করিয়ে দেন যে ইতিপূর্বে তারেক রহমান ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনে উপস্থিত থেকে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে এই প্রকল্পের মাধ্যমে ২ কোটি মানুষের জীবন রক্ষা পাবে এবং উত্তরাঞ্চলে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে জনতাকে উজ্জীবিত করে তিনি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
এই ঐতিহাসিক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর বিএনপির আহ্বায়ক ও সভার সভাপতি শামসুজ্জামান সামু, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর অঞ্চলের সকল আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং আটটি জেলার লাখ লাখ সাধারণ জনতা এই সমাবেশে অংশগ্রহণ করেন।

























