
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম।
সোমবার রাতে সংগঠনের আহ্বায়ক জাহিদুল করিম কচি এক বিবৃতিতে এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
সংগঠনের আহ্বায়ক জাহিদুল করিম কচি বলেন, সমাবেশের আগে মাঠ ও আশপাশের সড়কে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। চেকপোস্ট বসানো ও টহল জোরদার করা সমাবেশকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাহায্য করেছে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হয়। দলীয় প্রধান হিসেবে এবারই প্রথম চট্টগ্রামে তাঁর সমাবেশ অনুষ্ঠিত হলো।

























