
ইসমাইল ইমন, চট্টগ্রাম:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল বস্তুনিষ্ঠ ও নৈতিক সংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিচয়, দায়বদ্ধতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা অপরিহার্য।
চেয়ারম্যান ২৮ জানুয়ারি বুধবার, চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চেয়ারম্যান তার বক্তব্যে দীর্ঘ ৪৩ বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতার আলোকে বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা যেমন সংরক্ষিত, তেমনি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও বাধ্যতামূলক। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতা যেন অপব্যবহারে পরিণত নাহয় তা গণমাধ্যম কর্মীদেরকে সচেতন থাকতে হবে। কর্মশালায় প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ সহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুল তথ্য ও গুজব প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।সংবাদ পরিবেশনে অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা—সেটি জনগণ সরাসরি সবসময় দেখতে পায় না। সাংবাদিকরা যেভাবে নির্বাচনকে তুলে ধরবেন, জনগণ সেভাবেই বিশ্বাস করবে। ফলে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও সততার গুরুত্ব অত্যন্ত বেশি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান স্বাগত বক্তৃতা করেন,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিশেষ অতিথি বক্তৃতা করেন।
কর্মশালায় বাসস চট্টগ্রামের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির ব্যুরো চীফ সাংবাদিক গোলাম মাওলা মুরাদ, এনটিভি চট্টগ্রাম ব্যুরো চীফ শামসুল হক হায়দরিসহ প্রায় ৮০ জন গণমাধ্যমকর্মী, উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় ।
























