
চঞ্চল,
লালমনিরহাটে জাতীয়তাবাদী আদর্শের সংগঠন জিয়া মঞ্চ-এর ৫১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি আত্রপ্রকাশ হয়েছে। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল গত এই কমিটির অনুমোদন প্রদান করেন।
এই কমিটিতে সার্জেন্ট (অব:) মো. ইয়াছিন আলী (শাহীন)-কে আহ্বায়ক এবং মো. রমজান আলী মোল্লা-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ: আহ্বায়ক-সার্জেন্ট (অব:) মো. ইয়াছিন আলী (শাহীন), যুগ্ম আহ্বায়কগণ-ডা. নূর ইসলাম, সার্জেন্ট (অব:) মো. আজিজুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. মাজেদুল ইসলাম (লিমন), হাসান কবির হিল্লোল, মো. আরিফুজ্জামান (দুলু) এবং গোলাম কিবরিয়া।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সার্জেন্ট (অব:) মো. আজমীর আলম (রাসেল), মো. শাকিল আহমেদ, মো. জিয়াউর রহমান, সার্জেন্ট মো. শরিফুল ইসলাম জুয়েলসহ মোট ৫১ জন।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এই পত্র মারফত এই তথ্য পাওয়া যায়।
লালমনিরহাটে জিয়া মঞ্চের এই নতুন কমিটি গঠনের ফলে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।
























