
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জ-১ ( রুপগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম বকশির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রূপগঞ্জ উপজেলা জামাত কর্তৃক আয়োজিত এ মিছিলটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী
আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা
নারায়ণগঞ্জ জেলা জামাতের আইন এডভোকেট ইসরাফিল হোসেন, উপজেলা জামায়াত পশ্চিম সেক্রেটারি মোহাম্মদ হানিফ ভূঁঞা, রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ, সেক্রেটারি
খাইরুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি আনিসুর রহমান,জয়নাল আবেদীন আমীর হোসেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নির্বাচনী মিছিলটি উপজেলার গোলাকান্দাইল বেবি স্ট্যান্ড থেকে গার্মেন্টস গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আনোয়ার হোসেন মোল্লার পক্ষে ভোট চেয়ে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিকল্প শক্তি হিসেবে জামায়াত মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শাহ আলম রুপগঞ্জকে বিজয়ী করতে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে। তারা আরও বলেন, জনগণের রায়ই হবে পরিবর্তনের প্রধান হাতিয়ার।
























