
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে মরহুমা মোছাঃ আনোয়ারা খাতুনের নামে ছাত্রী হোস্টেলের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে ছাত্রী হোস্টেলের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের চিপ পাবলিক প্রসিকিউটর ও কলেজ গভর্ণিন বডির সভাপতি এ্যাড. মোঃ তরিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কলেজ গভর্ণিং বডি হিতৈষী সদস্য মছিহুল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রদান নির্বাহী (উপ সচিব) মোঃ আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল আলম প্রদীপ। উপস্থিত ছিলেন সাবেক সহকারী কমিশনার কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ইকবাল হোসেন কাবিল, আবাইপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান পিরুল,দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম, ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসী মোঃ কাওসার, এ্যাড.মনিরুল ইসলাম, পীরজাদা আবু তালহা মুহম্মদ মুস্তাসিন বিল্লাহ, দ্বারিরিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস, ব্যবসায়ী শাজাহান শেখ, ইউপি সদস্য এহসান উল্লাহ মিলন, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য মোঃ ওয়াদুদ মোল্লা, আবাইপুর ডিগ্রী কলেজ প্রভাষক ওয়ালিউল ইসলাম মজনু প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ রমেন্দ নাথ বাছাড়। এ ছাড়া অনুষ্ঠানে কলেজ শিক্ষক, শিক্ষিকা রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমা মোছাঃ আনোয়ারা খাতুনের সন্তান সহকারী কমিশনার কাস্টমস ইকবাল হোসেন কাবিল এর আর্থিক সহায়তায় ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রী হোস্টেলটি কলেজের কলাভবনের দ্বিতীয় তলায় ছাদে নির্মাণ করা হবে।
























