
উৎপল রক্ষিত,
গাজীপুরে ঐতিহ্যবাহী ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল ভক্তসমাগমের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ধারাবাহিক ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, বাংলা ২ মাঘ থেকে ৪ মাঘ (১৬ থেকে ১৮ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আলোচনা ও কীর্তনে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
এরপর ৫ মাঘ থেকে ৭ মাঘ (১৯ থেকে ২১ জানুয়ারি) পর্যন্ত তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। নিরবচ্ছিন্ন হরিনামের ধ্বনিতে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে আবদ্ধ থাকে। কীর্তন শ্রবণে দূরদূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আজ ২২ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে অষ্টকালীন লীলা কীর্তন, যা এই আয়োজনের অন্যতম আকর্ষণ। কীর্তন পরিবেশনার মাধ্যমে ভগবানের লীলা ও মহিমা বর্ণনা করা হচ্ছে। আগামীকাল দধিমঙ্গল ও জল কেলীর মধ্য দিয়ে এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে দুলাল চন্দ্র সরকার জানান, ভাওয়াল রাজ পরিবারের প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতিকে ধরে রাখার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
এ মহা নামযজ্ঞ ও কীর্তন অনুষ্ঠান গাজীপুর অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের মাঝে ভক্তি, সম্প্রীতি ও ঐতিহ্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























